চাকরি পাওয়ার জন্য কী দাঁড়ি কাঁটা আবশ্যক?
আমরা পুরুষেরা কোথাও চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার আগে নিজেদের দাঁড়ি ছেঁটে ফেলি চাকরি পাওয়ার আশায়। কিন্তু কয়জন চাকরি পায়? এই দাঁড়িতে এমন কী আছে যা ছেঁটে ফেল্লে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়? আর... আসলে কি সম্ভাবনা বাড়ে?
একদিন এক প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ চলছিলো। অনেকেই ইন্টারভিউ দিতে আসলেন। এক লোকের ইন্টারভিউ নিয়ে প্রতিষ্ঠানের লোকদের অনেক ভালো লাগলো। ঐ লোকটি অনেক পরহেজগার ছিলো। বড় দাঁড়ি রাখতেন তিনি। প্রতিষ্ঠানের লোকেরা বললো " আপনাকে আমাদের ভালো লেগেছে। কিন্তু যদি আপনি এই চাকরি পেতে চান তাহলে আপনার দাঁড়িগুলো ছেঁটে আসতে হবে।" লোকটি বলল " এটা সম্ভব না। কারণ, আল্লাহ আমাদেরকে দাঁড়ি রাখার আদেশ দিয়েছেন। তাই আমি দাঁড়ি রাখি। " তখন প্রতিষ্ঠানের লোকেরা বললো," আপনার কাছে ২৪ ঘন্টা সময় আছে। আগামীকাল এই সময় যদি আপনি আপনার দাঁড়িগুলো ছেঁটে আসতে পারেন, তাহলে আপনি এই চাকরিটা পাবেন।" পরের দিন লোকটি তার দাঁড়িগুলো ছেঁটে ঐ প্রতিষ্ঠানে গেলেন। তখন প্রতিষ্ঠানের লোকেরা বললো " আপনাকে আমরা চাকরিটা দিতে পারবোনা। কারণ, যে লোক তার খোদার কথা অমান্য করে খোদাকে ধোঁকা দিতে পারে, সে লোক অন্য জায়গায় আরো বেশি বেতন পেলে আমাদেরকে ও ধোঁকা দিয়ে এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে পারে।"
এটি একটি সত্য ঘটনা ছিল। এখন আপনারাই চিন্তা করে দেখেন তো, আসলেই কি কাজের সাথে দাঁড়ির কোনো সম্পর্ক আছে?
সকল কিছু চিন্তা করার আগে আপনি সর্বপ্রথম আপনার লিঙ্গ সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। যদি আপনি নিশ্চিত হতে পারেন আপনি একজন পুরুষ, তাহলে খুঁজে দেখুন আর জানুন আল্লাহ ও তাঁর রাসূল পুরুষদের কীভাবে চলার হুকুম দিয়েছেন। পুরুষদের সৌন্দর্য নিয়ে কি বলেছেন।
এ ভুল কখনো করবেন না। কারণ আপনি একজন পুরুষ। আপনি কোনো মহিলা না যে আপনি দাঁড়ি ছাড়া থাকবেন। আপনারা অনেকেই বৌয়ের মেজাজের কারণে দাঁড়ি রাখেন না। আসলে সত্য একটু তিতা লাগবেই। আর সত্যটা হলো এটাই যে, "পুরুষ মানুষ যদি ভেড়া হয়, বৌ তো তার ওপর জোর খাটাবেই।"
এখন বলুন আপনি কী?
দাঁড়ি একজন পুরুষের সৌন্দর্য বাড়ায়। দাঁড়ি আপনার অহঙ্কার। দাঁড়ি ই একমাত্র সম্বল ও আমল যা আপনার মৃত্যুর পর আপনার সাথে কবরে যাবে।
Comments
Post a Comment