চাকরি পাওয়ার জন্য কী দাঁড়ি কাঁটা আবশ্যক?
আ মরা পুরুষেরা কোথাও চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার আগে নিজেদের দাঁড়ি ছেঁটে ফেলি চাকরি পাওয়ার আশায়। কিন্তু কয়জন চাকরি পায়? এই দাঁড়িতে এমন কী আছে যা ছেঁটে ফেল্লে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়? আর... আসলে কি সম্ভাবনা বাড়ে? একদিন এক প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ চলছিলো। অনেকেই ইন্টারভিউ দিতে আসলেন। এক লোকের ইন্টারভিউ নিয়ে প্রতিষ্ঠানের লোকদের অনেক ভালো লাগলো। ঐ লোকটি অনেক পরহেজগার ছিলো। বড় দাঁড়ি রাখতেন তিনি। প্রতিষ্ঠানের লোকেরা বললো " আপনাকে আমাদের ভালো লেগেছে। কিন্তু যদি আপনি এই চাকরি পেতে চান তাহলে আপনার দাঁড়িগুলো ছেঁটে আসতে হবে।" লোকটি বলল " এটা সম্ভব না। কারণ, আল্লাহ আমাদেরকে দাঁড়ি রাখার আদেশ দিয়েছেন। তাই আমি দাঁড়ি রাখি। " তখন প্রতিষ্ঠানের লোকেরা বললো," আপনার কাছে ২৪ ঘন্টা সময় আছে। আগামীকাল এই সময় যদি আপনি আপনার দাঁড়িগুলো ছেঁটে আসতে পারেন, তাহলে আপনি এই চাকরিটা পাবেন।" পরের দিন লোকটি তার দাঁড়িগুলো ছেঁটে ঐ প্রতিষ্ঠানে গেলেন। তখন প্রতিষ্ঠানের লোকেরা বললো " আপনাকে আমরা চাকরিটা দিতে পারবোনা। কারণ, যে লোক তার খোদার কথা অমান্য ...